দিনাজপুরের চিরিরবন্দরে ‘ছেলের ইটের আঘাতে’ আহত বাবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে শনিবার বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
মৃত ইমদাদুল হকের বাড়ি চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নন্দেড়াইল গ্রামে। তিনি চিরিরবন্দর সরকারি কলেজের সিনিয়র প্রভাষক।
স্থানীয়দের বরাত দিয়ে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার নিউজবাংলাকে জানান, ইমদাদুল হকের ছেলে রেজওয়ান ইসলাম চিরিরবন্দরের একটি দোকানে সেলসম্যান হিসেবে চাকরি করতেন। চাকরি ছেড়ে দীর্ঘদিন ধরে বাড়িতে ছিলেন। শুক্রবার রাত ১০টার দিকে নেশা করার জন্য বাবার কাছে টাকা চাইতে গেলে তাদের মধ্যে কলহ হয়।
একপর্যায়ে রেজওয়ান তার বাবার মাথায় ইট দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ইমদাদুলের মৃত্যু হয়।
ওসি জানান, এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। তবে ঘটনার পর থেকেই রেজওয়ান পলাতক। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।