বগুড়ায় করোনা রোগীর চিকিৎসায় হাইফ্লো ন্যাজাল ক্যানুলার সংকটের খবর পেয়ে এগিয়ে এসেছে এস আলম গ্রুপ।
শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০টি এবং বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ১০টি হাইফ্লো ন্যাজাল ক্যানুলাসহ আনুষঙ্গিক উপকরণ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিতরণ করে প্রতিষ্ঠানটি।
গ্রুপটির পক্ষে এসব সামগ্রী বিতরণ করেন ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া অঞ্চলের প্রধান আব্দুস সোবহান এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের রাজশাহী অঞ্চলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সেলিম উল্লাহ।
এর আগে শুক্রবার বগুড়ায় ১৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ায় খবর সাড়া ফেলে। এ সময় হাইফ্লো ন্যাজাল ক্যানুলার সংকটের বিষয়টি উঠে আসে।
ক্যানুলা সেট দেয়ার সময় জেলা প্রশাসক জিয়াউল হক বলেন, ‘হাইফ্লো ন্যাজাল ক্যানুলার সংকটের বিষয়টি সরকারের কাছে জানানো হয়েছে।’
এর আগে শুক্রবার রাতে জেলা প্রশাসক দাবি করেন, হাইফ্লো ন্যাজাল ক্যানুলার অভাবে রোগীদের চিকিৎসায় সাময়িক অসুবিধা হলেও সাধারণ মাত্রার অক্সিজেন সরবরাহে কোনো রকম বিঘ্ন ঘটেনি।
বিতরণ অনুষ্ঠানে হাসপাতালের পরিচালক মোহাম্মদ মহসিন, জেলা প্রশাসক জিয়াউল হক, মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্ববধায়ক টি এম নুরুজ্জামান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ উপস্থিত ছিলেন।
আরও ছিলেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও বিএমএ জেলা সাধারণ সম্পাদক রেজাউল আলম জুয়েল, উপপরিচালক আব্দুল ওয়াদুদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সামির হোসেন মিশু, মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা শফিক আমিন কাজল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুসহ অনেকে।