টাঙ্গাইলের কালিহাতীতে মাছবাহী পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার হাতিয়া এলাকায় শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ক্যানসারের রোগী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাওয়া একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে ঢাকাগামী মাছবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এ সময় অ্যাম্বুলেন্সের চারজনের মধ্যে তিনজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। আর হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় একজনের।
আহত ছয়জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এখন পর্যন্ত হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
বিস্তারিত আসছে...