ময়মনসিংহের তারাকান্দায় সাত বছরের ভাগনেকে বলাৎকারের অভিযোগে সোহেল মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।
শিশুটির মা মামলা করেছেন। মামলার পরপরই পালিয়ে যায় সোহেল।
শুক্রবার বিকেলে নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।
মামলার বরাত দিয়ে ওসি জানান, ওই শিশুর মায়ের চাচাতো ভাই সোহেল। বনপলাশিয়া গ্রামে নানার বাড়িতে থেকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত শিশুটি। গত ২৫ জুন দুপুরে সোহেল ওই শিশুকে পার্শ্ববর্তী বিলের কাছে নিয়ে বলাৎকার করে।
এ সময় শিশুটির চিৎকারে সোহেল তাকে ছেড়ে দেয়। পরে রক্তাক্ত অবস্থায় বাড়িতে এসে সে নানিকে সব বলে দেয়।
তাকে তারাকান্দা বাজারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। কিন্তু বাড়িতে শারীরিক অবস্থার অবনতি হলে ২৮ জুন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হয়ে বাড়ি ফেরে সে।
লোকলজ্জার ভয়ে এত দিন কাউকে না জানালেও পারিবারিক সিদ্ধান্তে সোহেলের শাস্তির দাবিতে গত বৃহস্পতিবার রাতে ওই শিশুর মা তারাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
ওসি বলেন, মামলার পর থেকেই সোহেল পালিয়েছে। তাকে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।