বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শাটডাউনে বিয়ের আয়োজনে প্রশাসনের বাধা

  •    
  • ২ জুলাই, ২০২১ ১৮:১৪

‘আমরা বিয়ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই এলাকায় যাই। লকডাউন অমান্য করে বিয়ের অনুষ্ঠান করায় ওই কমিউনিটি সেন্টারের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বিয়ের আয়োজন করায় কনেপক্ষকে ছেড়ে দেয়া হলেও তারা ভবিষ্যতে আর আইন অমান্য না করার অঙ্গীকার করে মুচলেকা দেয়।’

করোনাভাইরাসের বিস্তার রোধে শাটডাউন নামে পরিচিতি পাওয়া কঠোর বিধিনিষেধে ঘটা করে বিয়ের আয়োজন ভেস্তে দিয়েছে প্রশাসন।

একটি কমিউনিটি সেন্টারে ভোজ বন্ধ করে দিয়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

কনের পরিবার এই ভোজের আয়োজন করেছিল। তাদেরকে সাজা না দিয়ে ভবিষ্যতে রাষ্ট্রীয় সিদ্ধান্ত অমান্য করা হবে না-এমন মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।

আর আদালতের এই হস্তক্ষেপের খবর পেয়ে বরপক্ষ আর বিয়ের আয়োজনে আসেইনি।

সুনামগঞ্জের ছাতক উপজেলায় শুক্রবার এই ঘটনা ঘটেছে।

উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজারের জহুরা কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করা হয়েছে এমন খবরে সেখানে যান ছাতকের সহকারী কমিশনার (ভূমি) তাপশ শীল। তিনিই সেখানে ভোজের আয়োজন ঠেকিয়ে দেন।

আগের দিন ভোর থেকে সারাদেশে শুরু হওয়া শাটডাউনে একসঙ্গে জড়ো হওয়া তো দূরের কথা জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেতেই নিষেধ করা হয়েছে।

২০২০ সালের মার্চে দেশে করোনা সংক্রমণ ধরা পড়ার পর এখন পর্যন্ত যতবার বিধিনিষেধ দেয়া হয়েছে, তার মধ্যে প্রশাসন সবচেয়ে বেশি কঠোরতা দেখাচ্ছে এবার। জনগণকে ঘরের ভেতরে রাখতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীও।

ছাতকের উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘আমরা বিয়ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই এলাকায় যাই। লকডাউন অমান্য করে বিয়ের অনুষ্ঠান করায় ওই কমিউনিটি সেন্টারের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বিয়ের আয়োজন করায় কনেপক্ষকে ছেড়ে দেয়া হলেও তারা ভবিষ্যতে আর আইন অমান্য না করার অঙ্গীকার করে মুচলেকা দেয়।’

ভোজের খাবার কী করা হয়েছে- জানতে চাইলে ইউএনও বলেন, ‘কনেপক্ষকে খাবার নিয়ে যেতে বলা হয়েছে। তারাই এর ব্যবস্থাপনা করবে।’

এ বিভাগের আরো খবর