শরীয়তপুরের নড়িয়াতে উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আহাদির ওপর হামলা করেছে দুবৃত্তরা। আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সময় তার সঙ্গে থাকা আরও তিনজনও আহত হয়েছেন।
উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের পাচক গ্রামে শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাশেদুজ্জামান।
ইউএনও জানান, মুজিব বর্ষ উপলক্ষে পাচক গ্রামে আশ্রয়ণ প্রকল্পের কাজ চলছে। ওই প্রকল্পের কাজ পরিদর্শন করতে পিআইও আহাদিসহ প্রকল্প বাস্তবায়ন দপ্তরের উপসহকারী প্রকৌশলী সোহেল হোসেন ও কাজের সুপারভাইজার মো. রাসেল। দুপুর সাড়ে ১২টার দিকে তাদের উপর অতর্কিত হামলা করে একদল দুর্বৃত্ত। মাথায় আঘাত লাগে পিআইও মাহাদির। আহত হন বাকি দুজনও। তাদেরকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
তিনি বলেন, ‘সরকারি কাজ বাস্তবায়নকালে সরকারি কর্মকর্তার ওপর এ হামলা ন্যাক্কারজনক। মামলার প্রস্তুতি নেয়া হয়েছে। অপরাধিদের আইনের আওতায় আনা হবে।’
ভোজেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক ব্যাপারী বলেন, ‘সরকারের নির্ধারিত জমিতেই আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ করা হয়েছে। নির্মাণ কাজ শেষ। এখন ঘর বুঝিয়ে দেয়া হচ্ছে। এর মধ্যে স্থানীয় জয়নাল গোড়াপীর নেতৃত্বে কয়েকজন ব্যক্তি আশ্রয়ণ প্রকল্পের জমির মালিকানা দাবি করছেন। এরাই সরকারি কর্মকর্তাদের ওপর হামলা করতে পারেন।’