নারায়ণগঞ্জ সদরের ফতুল্লায় প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে প্রেমিকের সংঘবদ্ধ ধর্ষণের শিকারের অভিযোগ করেছে এক কিশোরী।
১৬ বছর বয়সী ওই কিশোরী গত মঙ্গলবার রাতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে অভিযোগে বৃহস্পতিবার দুপুরে থানায় অভিযোগ করেছে।
অভিযোগ পেয়ে রাতেই অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান নিউজবাংলাকে জানান, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন।
গ্রেপ্তার দুই যুবক হলেন কিশোরীর প্রেমিক কুড়িগ্রামের উলিপুরের নূর আলম ও নূরে আলমের বন্ধু একই এলাকার রাজু মিয়া। তারা দুজনের ফতুল্লায় থাকতেন।
মামলার এজাহারে বলা হয়, ওই কিশোরী স্থানীয় একটি স্পিনিং মিলে কাজ করার সময় আরেক তরুণ নূরে আলমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
প্রেমের সূত্র ধরে গত মঙ্গলবার দুপুরে নূরে আলমের সঙ্গে দেখা করতে যায় কিশোরী। প্রেমিক নূরে আলম তখনই বিয়ে করবে জানিয়ে টাকা জোগাড়ের আশ্বাস দিয়ে কিশোরীকে বন্ধুদের কাছে রেখে চলে যান। এসময় কিশোরীকে ভয়-ভীতি দেখিয়ে নূরে আলমের বন্ধুরা ধর্ষণ করেন।
এজাহারে আরও বলা হয়, পরে অভিযুক্ত ব্যক্তিরা কিশোরীরে রাত সাড়ে ১০টার দিকে শিবু মার্কেটের কাছে বাসস্ট্যান্ডে রেখে সটকে পড়ে।মামলার তদন্ত কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত দত্ত জানান, ‘প্রেমিকের বন্ধুরা কিশোরীকে ভয় দেখিয়ে ধর্ষণ করেছেন। কিশোরী বৃহস্পতিবার দুপুরে থানায় এসে মামলা করেছে। অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।’