জয়পুরহাটে হারাবতী নদীতে ভাসমান অবস্থায় আহমেদ আলী নামের এক ব্যক্তির মরদেহ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ক্ষেতলাল উপজেলার শালবন এলাকার হারাবতী নদী থেকে বৃহস্পতিবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরেন্দ্রনাথ মন্ডল।
নিহত আহমেদ আলীর বাড়ি কালাই উপজেলার একডালা গ্রামে।
ওসি নিরেন্দ্রনাথ জানান, হারাবতী নদীতে আহমেদের মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা । পরে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়।
পুলিশের ধারণা, নদীর পানিতে ডুবেই আহমেদের মৃত্যু হয়েছে।
প্রাথমিক সুরতহালে আহমেদের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।