মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আলদা স্থানে দুই জন বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর পাওয়া গেছে। তাদের এক জনের মৃত্যু হয়েছে। অন্য জন মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় ইউপি সদস্য সাবিদ আলী নিউজবাংলাকে জানান, উপজেলার মাধবপুর ইউনিয়নের মদনমোহনপুর চা বাগানের খ্রিষ্টানটিলা এলাকার বাসিন্দা মিলন গোমেজ। তিনি অভাবের কারণে হতাশাগ্রস্ত হয়ে বুধবার মধ্য রাতে নিজ বাড়িতে বিষপান করেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এদিকে উপজেলার পতনউষার ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে সায়েদ আলী নামে এক বৃদ্ধ বৃহস্পতিবার সকালে বিষপান করেন। পরিবারের লোকজন তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান। তার অবস্থা আশংকাজনক।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা নিউজবাংলাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।