লক্ষ্মীপুরের রামগতিতে কিশোরীকে ধর্ষণ মামলায় ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের মাধ্যমে বৃহস্পতিবার বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে উপজেলায় অভিযান চালিয়ে কুদ্দসকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে মামলা করেন ওই কিশোরীর দুলাভাই।
এজাহারে বলা হয়, রামগতি উপজেলার কুদ্দুসের সঙ্গে এক কিশোরীর প্রেমের সর্ম্পক গড়ে উঠে। বিয়ে করার আশ্বাস দিয়ে মেয়েটিকে কুদ্দুস একাধিকবার ধর্ষণ করেন। ২৭ জুন কিশোরীকে আবারও ধর্ষণের চেষ্টা করেন কুদ্দুস। তখন আশপাশের লোকজন তাকে হাতেনাতে ধরে ফেলে। পুলিশ তাকে আটক করে থানায় আনে।
২৭ বছর বয়সী কুদ্দস উপজেলার বড়খেরী ইউনিয়নের বাসিন্দা। তিনি এই ইউনিয়ন যুবলীগের সদস্য।
রামগতি থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ সোলাইমান বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে কুদ্দুস তিনবার ওই কিশোরীকে ধর্ষণ করেছেন। শারীরিক পরীক্ষার জন্য মেয়েটিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষণ মামলার কুদ্দুসকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।