ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে আবেদ আলী নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঢাকা-সিলেট মহাসড়কের ওপর বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকা থেকে বুধবার রাতে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজালাল আলম।
আবেদ আলীর বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার পান্ডারগাঁও ইউনিয়নের রাতিরনগর গ্রামে।
ওসি শাহাজালাল আলম জানান, আবেদ আলী বিভিন্ন এলাকায় দিনমজুরের কাজ করতেন। সেই কাজের জন্যই তিনি ব্রাহ্মণবাড়িয়ায় আসেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে স্থানীয়রা আবেদ আলীর মরদেহ দেখতে পান। পরে হাইওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশের ধারণা, দূরপাল্লার কোনো ট্রাক বা কোনো যানের ধাক্কায় মারা যান আবেদ।
ময়নাতদন্তের পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ওসি শাহাজালাল।