ভোলার মনপুরায় এক গৃহবধূকে ধর্ষণের মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার একটি ইউনিয়নে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান মনপুরা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান, ওই ইউনিইয়নের একটি গ্রামে থাকেন ওই নারী। বুধবার মধ্যরাতে ওই নারীর স্বামীর অনুপস্থিতির সুযোগে তাকে ধর্ষণ করেন একই গ্রামের দুই যুবক। বাড়ি থেকে ২০ হাজার টাকাও ছিনিয়ে নেয় তারা।
বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূর স্বামী বাড়ি আসলে তিনি ঘটনাটি জানান। পরে দুপুরে মনপুরায় থানায় মামলা করেন ওই নারী।
পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, বিকেল ৩টার দিকে অভিযান চালিয়ে মামলার আসামি দুই যুবককে ওই ইউনিয়নের একটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই নারীকে ভোলা সদর হাসপাতালা পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।