চট্টগ্রামের চন্দনাইশে কাভার্ডভ্যানের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা জলাশয়ে পড়ে যায়। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।
উপজেলার বরুমতি ব্রিজ এলাকায় বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে।
নিহত প্রিয়ম জলদাসের বাড়ি সাতকানিয়া উপজেলার ধর্মপুরে। আহত বাকিরা হলেন একই এলাকার তরুণ জলদাস, বিকাশ জলদাস, সুজন জলদাস এবং খোকন জলদাশ। হতাহতরা পেশায় জেলে। আহত অটোরিকশা চালকের পরিচয় পাওয়া যায়নি।
দোহজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব নিউজবাংলাকে বলেন, ‘বৃহস্পতিবার সকালে অটোরিকশাটিতে পটিয়া থেকে সাতকানিয়ার দিকে যাচ্ছিলেন পাঁচজন জেলে। উপজেলার বরুমতি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষ হয় এটির। এ ঘটনায় অটোরিকশাটি সড়কের পাশের জলাশয়ে পড়ে যায়। আহত হন অটোরিকশা চালকসহ ছয়জন।’
তিনি জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় বিসিজি ট্রাস্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রিয়ম জলদাসকে মৃত ঘোষণা করেন। বাকিরা সেখানে চিকিৎসা নিচ্ছেন।
কাভার্ডভ্যানটি আটক করা গেলেও পলাতক এর চালক। ময়নাতদন্ত না করার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রিয়মের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।