মাদারীপুরের শিবচরে নিখোঁজের পরদিন বাড়ির পাশের ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার করেছেন পরিবারের লোকজন।
উপজেলার উমেদপুর ইউনিয়নের পূর্ব কাঁচিকাটা গ্রাম থেকে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত আব্দুর রহমানের বয়স তিন বছর। তার বাড়ি কাঁচিকাটা গ্রামে।
পুলিশ জানায়, বুধবার দুপুরে আব্দুর রহমান বাড়ির উঠানে খেলছিল। একসময় তাকে সেখানে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। শিবচরের বিভিন্ন জায়গায় মাইকিং করেও তার কোনো খোঁজ পাওয়া যায় না।
বৃহস্পতিবার সকালে তার মরদেহ বাড়ির পাশের ডোবায় ভাসতে দেখে স্থানীয় লোকজন পরিবারের সদস্যদের খবর দেন। তারা ডোবা থেকে মরদেহটি উদ্ধার করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন নিউজবাংলাকে জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বুধবার রাতে সাধারণ ডায়েরি করা হয়। এরপর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ধারণা করা হচ্ছে, পানিতে পড়েই শিশুটির মৃত্যু হয়েছে।
পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ থানায় নেয়া হয়নি। আইনি প্রক্রিয়া ছাড়াই দাফন করা হবে।