বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাইক্রোবাস-রিকশার সংঘর্ষে নিহত ১

  •    
  • ১ জুলাই, ২০২১ ১১:২৮

ওসি রুহুল আমিন জানান, বৃহস্পতিবার সকালে রিকশায় করে কর্মস্থলে যাচ্ছিলেন ছকিনা, জোছনা ও তাছলিমা। পথে নগরীর বাকলিয়া থানার লিজা কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছালে একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে রিকশাচালক ও তিন গার্মেন্টস কর্মী আহত হন।

চট্টগ্রামে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে রিকশাচালক নিহত হয়েছেন। এ সময় তিন পোশাকশ্রমিক আহত হয়েছেন।

এ ঘটনায় মাইক্রোবাসের চালককে আটক করা হয়েছে।

নগরীর বাকলিয়া থানা এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রিকশাচালকের নাম-পরিচয় জানা যায়নি।

আহতরা হলেন ছকিনা, জোছনা ও তাছলিমা। তারা তিনজনই সান ফ্যাশন ওয়্যার লিমিটেডের কর্মী।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে রিকশায় করে কর্মস্থলে যাচ্ছিলেন ছকিনা, জোছনা ও তাছলিমা। পথে নগরীর বাকলিয়া থানার লিজা কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছালে একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে রিকশাচালক ও তিন গার্মেন্টস কর্মী আহত হন।

তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে রিকশাচালক মারা যান। আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি আরও বলেন, ‘মাইক্রোবাসের চালক আটক আছে। মাইক্রোবাস ও রিকশা জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।’

এ বিভাগের আরো খবর