গাজীপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে ২২ জন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা ১৪০ জন এবং আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৬১৩ জন।
গাজীপুর সিভিল সার্জন মো. খাইরুজ্জামান বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় জেলার ৩৪৫ জনের নমুনা সংগ্রহ করা হলেও ২২ জনের ফলাফল হাতে পাওয়া গেছে। শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালের করোনা নমুনা পরীক্ষার পিসিআর (মাইক্রোবায়োলজি) ল্যাবে বায়োসেপ্টিক কেবিনেটে ল্যামিনার ফ্লু মেশিন বিকল হয়ে পড়ায় নমুনা পাঠানো হচ্ছে ঢাকায়।
এর ফলে ৩২৫ জনের ফলাফল এখনও পাওয়া যায় নি। আক্রান্ত ২২ জনের মধ্যে গাজীপুর সদর উপজেলায় ৯ জন, কালিয়াকৈর উপজেলায় ৩ জন, শ্রীপুর উপজেলায় ৪ জন, কাপাসিয়া উপজেলায় ৫ জন ও কালীগঞ্জ উপজেলায় একজন।
তিনি আরও জানান, এ পর্যন্ত গাজীপুর জেলায় ৯০ হাজার ৬১৭ জনের নমুনা পরীক্ষায় ১২ হাজার ৬১৩ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে গাজীপুর সদরে ৮ হাজার ২১৭ জন, কালীগঞ্জে ৮৯০ জন, কালিয়াকৈরে ১ হাজার ৩০৬, কাপাসিয়ায় ৮০৪ ও শ্রীপুরে ১ হাজার ৩৯৬ জন আক্রান্ত হয়েছেন।
এ পর্যন্ত জেলায় ২৪০ জন মৃত্যুবরণ করলেও সুস্থ হয়েছেন ১০ হাজার ৯২১ জন।