বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

  •    
  • ৩০ জুন, ২০২১ ২৩:১৬

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সিংড়া উপজেলার আগ-লাড়ুয়া গ্রামের একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ছয় বছর বয়সী আব্দুল্লাহ গ্রামের আব্দুস সালামের ছেলে। 

নাটোরের সিংড়া উপজেলায় নিখোঁজের তিন দিন পর মো. আব্দুল্লাহ নামে এক শিশুর মরদেহ পাওয়া গেছে পাটক্ষেতে।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আগ-লাড়ুয়া গ্রামের একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ছয় বছর বয়সী আব্দুল্লাহ গ্রামের আব্দুস সালামের ছেলে।

সিংড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জামিল আকতার জানান, আব্দুল্লাহ খেলার জন্য রোববার বিকেল ৪টার দিকে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যায় ফিরে না এলে পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকেন। না পেয়ে পরদিন সিংড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা।

স্থানীয় লোকজন বুধবার বিকেলে পাটক্ষেতে একটি লাশ দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি আব্দুল্লাহর বলে শনাক্ত করেন।

পুলিশ কর্মকর্তা জামিল জানান, মরদেহের অনেকাংশ পচে যাওয়ায় প্রাথমিক সুরতহাল করা যায়নি। ঘটনা তদন্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) টিমকে খবর দেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বৃহস্পতিবার সকালে সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এ বিভাগের আরো খবর