দিনাজপুরের খানসামা উপজেলায় পুলিশের উপস্থিতিতে পূজা উদযাপন কমিটির আহ্বায়ক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের ওপর হামলার অভিযোগ উঠেছে।
এই হামলার প্রতিবাদে বৃহস্পতিবার উপজেলার সব মন্দির-মণ্ডপে পূজা বন্ধ রেখে কালো পতাকা উত্তোলনের ঘোষণা দিয়েছে জেলা পূজা উদযাপন পরিষদ।
উপজেলার পাকেরহাটে চরনকালী মন্দিরের সামনে বুধবার সন্ধ্যায় ধিমান ঘোষের ওপর হামলা হয় বলে অভিযোগ করা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, সন্ধ্যায় চরনকালী মন্দিরে পূজা উদযাপন কমিটির সভা ছিল। সভা শেষে ধিমান বের হলে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রেজাউল করিমের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়।
গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। ধিমানের মাথায় দুইটি সেলাই পড়েছে।
হামলার আগে পূর্ব শত্রুতার জেরে রেজাউলের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা ধিমানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে।
এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন উপজেলার সনাতন সম্প্রদায়ের নেতাকর্মীরা।
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় নিউজবাংলাকে জানান, ফোন করে ওসিকে হামলার বিষয়টি জানালেও তিনি কোনো গুরুত্ব দেননি। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার উপজেলার সব মন্দির-মণ্ডপে পূজা বন্ধ রেখে কালো পতাকা উত্তোলনের ঘোষণা দেয়া হয়েছে।
শিগগিরই দোষীদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার কথা জানান উত্তম কুমার রায়।
এ বিষয়ে কথা বলার জন্য খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামাল হোসেনকে একাধিকবার কল দেয়া হলেও তিনি ধরেননি।