ঢাকার ধামরাইয়ে অস্ত্র দেখিয়ে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাথুলি গ্রামে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। ওই পরিবারের সদস্য নজরুল ইসলাম বুধবার বিকেলে ধামরাই থানায় লিখিত অভিযোগ দেন বলে নিউজবাংলাকে জানান থানার পরিদর্শক (তদন্ত) ওয়াহিদ পারভেজ।
তিনি জানান, সকালে ওই বাড়িটি পরিদর্শন করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।
ভুক্তভোগী পরিবারটির সদস্য নজরুল জানান, তারা তিন ভাই পরিবার নিয়ে ঢাকায় থাকেন। তাদের মা বাড়িতে থাকেন। তারা তিনজন মায়ের সঙ্গে সময় কাটাতে মঙ্গলবার বাড়ি গিয়েছিলেন। তার দুই ভাই মোশারফ হোসেন ও মহসিন আলম বাড়ি থেকে যান। তিনি ঢাকায় চলে আসেন। মহসিন দোতলায় নিজের ঘরে ছিলেন। নিচতলায় ছিলেন মা ও মেজো ভাই মোশারফ।
তিনি বলেন, ‘রাত ২টার দিকে সাত-আটজনের ডাকাতদল বাড়ির বাউন্ডারি (সীমানা) টপকায়। পরে তারা কলাপসিবল গেটের তালা কেটে বাড়ির ভেতরে ঢোকে। আমার মায়ের ঘরের দরজা ভেঙেই ওরা ভেতর ঢোকে। পাশের ঘর থেকে মেজো ভাই ও দোতলা থেকে ছোট ভাইকে এনে তাদের সবার হাত-মুখ বাঁধে ও অস্ত্র দেখিয়ে লুটতরাজ চালায় তারা।
‘তিন ঘরের আলমারি ভেঙে প্রায় সাত ভরি স্বর্ণ ও তিন লাখ টাকা লুট করে ভোর সাড়ে ৪টার দিকে চলে যায় ডাকাতরা। ভোর ৫টার দিকে আমার এক চাচাতো ভাই আমাকে কল করে এই ঘটনা জানায়। পরে আমি সকালে বাড়ি আসি।’
পরিদর্শক (তদন্ত) ওয়াহিদ পারভেজ বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। আমরা ডাকাতদের ধরতে অভিযান চালাচ্ছি।’