মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ জানান, ওই ভবনের বাইরে মাচা বেঁধে কাজ করার সময় আটতলা থেকে হরিদাস পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রংপুর শহরে নির্মাণাধীন আটতলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সাতগাড়া খলিফাপাড়ায় বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
মৃত হরিদাস চন্দ্রের বাড়ি নগরের ১২ নম্বর ওয়ার্ডের পকিফান্দা বালাবাজার এলাকায়।
মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ জানান, ওই ভবনের বাইরে মাচা বেঁধে কাজ করার সময় আটতলা থেকে হরিদাস পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি জানান, এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। অভিযোগ না পেলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।