গরু বাঁধতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নীলফামারীর ডোমারে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
বোড়াগাড়ি ইউনিয়নের নয়ানি বাকডোকরা নন্দীগ্রামে বুধবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন ফনিরাম বর্মণ ও তার স্ত্রী বিরো বালা।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান।
প্রত্যক্ষদর্শী রামপ্রসাদ বলেন, ‘কুকুর তাড়ানোর জন্য বাড়ি থেকে বের হই। এ সময় রাস্তায় বিরো বালা পড়ে গেছে শুনে সেখানে ছুটে যাই।
‘বিদ্যুতের তারে বিরো ও তার স্বামী ফনিকে পড়ে থাকতে দেখে কোদাল দিয়ে তার সরানোর চেষ্টা করি। এমন সময় আমিও বিদ্যুৎস্পৃষ্ট হই। পরে বাড়ি থেকে ছেলেকে ডেকে তাদের বিদ্যুতের তার থেকে সরানো হয়।’
তিনি বলেন, ঘটনাস্থলে ফনি মারা গেলেও বেঁচে ছিলেন বিরো। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে সেখানে তার মৃত্যু হয়।
ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শংকর রায় জানান, বাড়ির পাশে সেচপাম্প রয়েছে ধর্ম নারায়ণ নামে এক ব্যক্তির। তারই বিদ্যুতের তার পড়ে থাকে সড়কে।
ওই তারে বিদ্যুতায়িত হন স্বামী-স্ত্রী। ফনি ও বিরো বালা দম্পতির তিন সন্তান রয়েছে।
ওসি মোস্তাফিজার রহমান বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এই কৃষক দম্পতির দুই ছেলে ও এক মেয়ে। সবার ছোট মেয়ের বিয়ে হয়েছে।