নোয়াখালী সদরে জেসমিন আক্তার নামের এক নববধূকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ জেসমিনের স্বামী নুর ইসলামকে আটক করেছে।
সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাজিরচর গ্রামে মঙ্গলবার রাত ২টার দিকে আসকত আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। ওই বাড়ির সৈয়দ আহম্মদ চৌধুরী মিয়ার ছেলে নুর ইসলাম।
নিহত ২৩ বছর বয়সী জেসমিন একই উপজেলার কালাদরাপ ইউনিয়নের উত্তর শুল্ল্যাকিয়া গ্রামের ফরায়েজী বাড়ির প্রয়াত মনোহর আলীর মেয়ে।
এলাকাবাসীর বরাত দিয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, নুরুল ইসলামের মানসিক অসুস্থতার কথা গোপন রেখে গত সপ্তাহে পারিবারিকভাবে জেসমিনের সঙ্গে তার বিয়ে দেয়া হয়। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে। মঙ্গলবার রাতে দ্বিতীয় বিয়ের বিষয়টি নিয়েই তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নুর ইসলাম জেসমিন আক্তারের মাথায় কোদাল দিয়ে কোপ দেন। এতে ঘটনাস্থলেই মারা যান জেসমিন।
তিনি আরো জানান, বুধবার সকালে সুধারাম থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে এবং নুরকে তার বাড়ি থেকে আটক করে।
ওসি সাহেদ জানান, থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে নুর অপরাধের বিষয়টি স্বীকার করেন।
জেসমিনের মরদেহটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও থানায় কোনো মামলা হয়নি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।