বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভাঙল শহর রক্ষা বাঁধ, প্লাবিত ৩০ গ্রাম

  •    
  • ৩০ জুন, ২০২১ ১৫:১৩

‘দেড়-দুই ঘণ্টা বৃষ্টি না হলে এই পানি কমতে শুরু করবে। আমরা প্লাবিত এলাকা পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নিচ্ছি। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর আমরা পাইনি।’

টানা তিন দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরসহ অন্তত ৩০ গ্রাম প্লাবিত হয়েছে।

ঢলের পানিতে মহারসী নদীর পানির তোড়ে ঝিনাইগাতীর দিঘিরপাড় অংশের শহর রক্ষা বাঁধ ভেঙে যায়। বুধবার সকাল থেকে ঝিনাইগাতী সদরে পানি ঢুকতে শুরু করে।

এতে বাসাবাড়ি ও দোকানপাটে পানি ঢুকে পড়েছে। প্লাবিত হয়েছে সদরের অন্তত ৩০টি গ্রাম। ডুবে গেছে কাঁচা-পাকা সড়ক ও মাছের অর্ধশতাধিক ঘের।

ঝিনাইগাতীর বাসিন্দা দুদু মল্লিক বলেন, ‘গত তিন দিন ধরে আমাদের এই এলাকায় বৃষ্টি হইতাছে। পাহাড়েও অনেক বৃষ্টি। পাহাড় থেকে নেমে আসা ঢলে মহারসী নদীর পানির তোড়ে দিঘিরপাড় অংশের বাঁধ ভাঙছে। এতে আমরা খুব বিপদে পড়েছি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ বলেন, ‘ভাঙা বাঁধ ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। ভোরের দিকে পানি প্রবেশ শুরু করেছে।

‘দেড়-দুই ঘণ্টা বৃষ্টি না হলে এই পানি কমতে শুরু করবে। আমরা প্লাবিত এলাকা পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নিচ্ছি। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর আমরা পাইনি।’

এ বিভাগের আরো খবর