চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘মেয়র গলিতে একটি নিয়ন্ত্রণহীন অটোরিকশা নালায় পড়ে যায়। স্থানীয়রা সেখান থেকে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে।’
চট্টগ্রাম নগরীতে অটোরিকশা নালায় পড়ে চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।
নগরীর দুই নম্বর গেইট মেয়র গলি এলাকায় বুধবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অটোরিকশার চালক মো. সুলতান ও যাত্রী খদেজা বেগম।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার।
তিনি বলেন, ‘মেয়র গলিতে একটি নিয়ন্ত্রণহীন অটোরিকশা নালায় পড়ে যায়। স্থানীয়রা সেখান থেকে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে।
‘তাদের হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’