সাতক্ষীরা দেবহাটায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
উপজেলার সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের পারুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে মঙ্গলবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন পুষ্পকাটী গ্রামের মো. সজীব, মো. আশরাফুল ও মামুন হোসেন।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, মোটরসাইকেলের চালক পেছনে দুই আরোহী নিয়ে দ্রুতবেগে কালিগঞ্জ নলতা এলাকা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন।
এ সময় পারুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনজন।
ওসি আরও জানান, মরদেহ তিনটি সকালে থানায় নেয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হবে।