বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্বাস্থ্যবিধি মানাতে মাইক হাতে ওসি রশিদ

  •    
  • ৩০ জুন, ২০২১ ০১:২৬

‘নগরীর মানুষ কিন্তু জানে আমি করোনায় আক্রান্ত ছিলাম। সেখান থেকে আল্লাহর রহমতে আমি সুস্থ হয়েছি। এজন্য নিজেই করোনার ভয়াবহতা বোঝাতে প্রচারে নেমেছি। যাতে মানুষ সাবধান হয়, স্বাস্থ্যবিধি মানে।’

চলাচলের জন্য সরকারের দেয়া গাড়িতে মাইক বেঁধে সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে এবং সচেতন করতে নিজেই প্রচারে নেমেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ।

সঙ্গে নিয়েছেন, থানার সেকেন্ড অফিসার এরশাদ আলী ও অফিসার মজনু মিয়া ওরফে মিসির আলীকে।

মঙ্গলবার সকাল থেকে নগরীর বিভিন্ন সড়কে এই প্রচারে অংশ নেন তারা।

দুপুরে নগরীর প্রেসক্লাব চত্বরে মাইকে প্রচারে দেখা যায় ওসি রশীদকে। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘করোনার এই ভয়াল থাবায় আমিও আক্রান্ত হয়েছি। এর ভয়ানক যন্ত্রণা আমি জানি।

‘নগরীর মানুষ কিন্তু জানে আমি করোনায় আক্রান্ত ছিলাম। সেখান থেকে আল্লাহর রহমতে আমি সুস্থ হয়েছি। এজন্য নিজেই করোনার ভয়াবহতা বোঝাতে প্রচারে নেমেছি। যাতে মানুষ সাবধান হয়, স্বাস্থ্যবিধি মানে।

‘করোনার এই ক্লান্তি লগ্নে সাধারণ মানুষকে সচেনত করতে এই উদ্যোগ আমি নিয়েছি। তাদের বোঝাতে চাই, স্বাস্থ্যবিধি মানার কোন বিকল্প নেই।’

ওসি আব্দুর রশীদের এমন উদ্যাগকে স্বাগত জানিয়েছেন অনেকেই।

তরুণ সংবাদ কর্মী রেজওয়ান রনি নিউজবাংলাকে বলেন, একজন ওসি নিজ দায়িত্বের পাশাপাশি এমন উদ্যাগ অবশ্যই প্রশংসার দাবি রাখে।

রংপুর সিভিল সার্জন অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রংপুরের আট উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫৯ জন।

সিভিল সার্জন হিমড়ম্ব কুমার বলেন, ‘রংপুরে প্রতিনিয়তই সংক্রমণ বাড়ছে। সচেতনতার কোনো বিকল্প নেই। আমাদের আরও সচেতন হতে হবে।’

এ বিভাগের আরো খবর