ঢাকার সাভারে আগুনে পুড়ে গেছে শ্রমিক কলোনির দশটি আধাপাকা কক্ষ। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার ঘোষবাগ এলাকার ডা. কবির হোসেনের মালিকানার টিনশেড শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যায় হঠাৎ ওই কলোনি থেকে ধোঁয়ার কুণ্ডুলি বের হতে দেখা যায়। ফায়ার সার্ভিসের দুই ইউনিটের কর্মীরা এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বেশ কয়েকটি কক্ষ ও ভেতরের সব মালামাল পুড়ে যায়।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম নিউজবাংলাকে বলেন, আগুনে ওই শ্রমিক কলোনির অন্তত ১০টি কক্ষ পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।