চাঁদপুর-লাকসাম রেলপথের জায়গা থেকে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন।
রেলওয়ে চাঁদপুর স্টেশনের আশপাশে অবৈধ স্থাপনা ও প্ল্যাটফর্ম উন্নয়নকাজ পরিদর্শনে এসে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান জাহাঙ্গীর হোসেন।
তিনি বলেন, দখল এলাকায় রেলওয়ের নতুন করে স্থাপনা নির্মাণ করা হবে। একই সঙ্গে এসব অঞ্চলে যেসব রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী আছেন, তাদের থাকার ব্যবস্থা করা হবে। শিগগিরই এই পথে ডাবল লাইন নির্মাণ করা হবে।
জাহাঙ্গীর হোসেন আরও বলেন, ‘এখানে আমাদের উন্নয়ন কাজগুলো নিজস্ব প্রকৌশলীর মাধ্যমে মাধ্যমে করা হচ্ছে। এখানে অতীতে রেললাইন ছিল, এখনো থাকবে। রেলের উন্নয়ন চাঁদপুরবাসীর জন্যই দরকার। আশা করি, রেলওয়ের উন্নয়নকাজে চাঁদপুরবাসী সহযোগিতা করবে।’
এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামের প্রধান প্রকৌশলী সুবক্তগীন ও চিফ অপারেশন সুপারিনটেনডেন্ট এ এম সালাহ উদ্দিন, কুমিল্লার সহকারী নির্বাহী প্রকৌশলী মো. মোরছালীন, এসএসএএই (ওয়ে) লাকসাম মো. লিয়াকত আলী, এসএসএই (পূর্ত) আতিকুর রহমান আকন ও চাঁদপুর স্টেশন মাস্টার মো. শোয়েব শিকদারসহ অন্য কর্মকর্তারা।