বগুড়ার গাবতলীতে পিকআপভ্যানে বিদেশি মদ তোলার সময় দুজনকে আটক করেছে পুলিশ।
উপজেলার নেপালতলী ইউনিয়নের সুখানপুকুর রেলস্টেশন থেকে মঙ্গলবার বিকেলে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন পিকআপভ্যানের চালক গাবতলী পৌরসভার উঞ্চরখী মধ্যপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম ও তার শ্যালক নেপালতলী ইউনিয়নের চকডঙর গ্রামের মো. সোহেল।
পুলিশ জানায়, বগুড়া সদরের সাবগ্রামের একটি গ্যারেজ থেকে পিকআপভ্যানটি ভাড়া নেন এক ব্যক্তি। তিনি জানান, এই পিকআপভ্যানে সুখানপুকুর থেকে শহরের জলেশ্বরীতলায় ফার্নিচার নেয়া হবে।
সুখানপুকুরের একটি পাটের গুদাম থেকে বেশ কিছু কার্টুন পিকআপভ্যানে তুলতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। এ নিয়ে তাদের সঙ্গে কথা-কাটাকাটিও হয়। একপর্যায়ে তারা পুলিশকে খবর দেয়।
পুলিশ গিয়ে প্রায় ৩০টি কার্টুন থেকে বিদেশি মদ উদ্ধার করে। একইসঙ্গে চালক ও হেলপারকে আটক করা হয়।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম নিউজবাংলাকে জানান, আটক দুজন মদ বাহকের কাজ করছিল। এগুলোর আসল মালিক কে তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।