বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গাজীপুরে ৩০ কোটি টাকার বনভূমি উদ্ধার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৯ জুন, ২০২১ ১৯:৩৫

কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদনান চৌধুরীর নেতৃত্বে বনবিভাগের জমিতে গড়ে উঠা প্রায় শতাধিক দোকান উচ্ছেদ করা হয়। অভিযানে বন বিভাগের কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্য অংশ নেন।

গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়ে প্রায় ৩০ কোটি টাকার তিন একর জমি উদ্ধার করেছে বনবিভাগ ও ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার বোর্ডমিল এলাকায় মঙ্গলবার সকালে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদনান চৌধুরীর নেতৃত্বে এ সময় বনবিভাগের জমিতে গড়ে উঠা প্রায় শতাধিক দোকান উচ্ছেদ করা হয়। অভিযানে বন বিভাগের কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।

সহকারী কমিশনার আদনান জানান, কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বিটের বোর্ডমিল এলাকায় বন বিভাগের তিন একর সরকারি জমিতে স্থানীয় প্রভাবশালী খাদেম আলী মার্কেট গড়ে তুলেছেন। মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে বনের জমিতে গড়ে উঠা অবৈধ এসব দোকান গুঁড়িয়ে দেয়া হয়। উদ্ধার করা জমির মূল্য প্রায় ৩০ কোটি টাকা।

কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম দোলন বলেন, খাদেম আলীর স্থাপনাসহ আশপাশের আরও তিন একর জমিতে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়েছে। উদ্ধার করা বনভূমির এ জমিতে গাছ লাগানো হবে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন গাজীপুরের সহকারী বন সংরক্ষক সাজেদুল ইসলাম, চন্দ্রা বিট কর্মকর্তা মো. শরিফুল রহমান খান চৌধুরী, মৌচাক বিট কর্মকর্তা মুশফিকুর রহমান মানিক, চন্দ্রা স্টেশন কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম, রঘুনাথপুর বিট কর্মকর্তা নূর মোহাম্মদসহ বন বিভাগের প্রশাসনিক কর্মকর্তারা।

এ বিভাগের আরো খবর