মুন্সীগঞ্জে করোনাকালীন সময়ে জেলা পর্যায়ে বিনামূল্যে অক্সিজেন সেবা ‘নাগরিক নিঃশ্বাস’ ইভেন্টে যুক্ত হল আরও ৫০টি অক্সিজেন সিলিন্ডার।
জিপিএইচ গ্রুপের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে নাগরিক সমন্বয় পরিষদ ও একই বৃত্তে পঁচিশ নামের দুটি সামাজিক সংগঠনের প্রতিনিধিদের কাছে ৫০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক মুন্সীগঞ্জ শাখার ব্যবস্থাপক সামছুজ্জোহা, যমুনা ব্যাংক মিরকাদিম শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন, ক্রীড়া সংগঠক আয়নাল হক স্বপন ও আবিদ হোসেন।
চলতি বছরের ২০ এপ্রিল ৫০টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে ‘নাগরিক নিঃশ্বাস’ শিরোনামে এই ইভেন্টি যৌথভাবে শুরু করে নাগরিক সমন্বয় পরিষদ ও একই বৃত্তে পঁচিশ নামের সংগঠনদুটি।