নারায়ণগঞ্জের ফতুল্লায় রাস্তার পাশ থেকে অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সদর উপজেলার ইসদাইর ওসমানী স্টেডিয়ামের সামনের সড়ক থেকে মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ৪৫ বছর বয়সী অটোরিকশাচালকের নাম রাজা মিয়া। তিনি মাসদাইর কাজীবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানান, কিছুদিন আগে রাজা মিয়ার স্ত্রী মারা গেছেন। তাই তিনি সন্তানদের দেখাশোনা করার জন্য রাতে অটোরিকশা চালাতেন। ধারণা করা হচ্ছে, ভোররাতে ওসমানী স্টেডিয়ামের সামনে দিয়ে যাওয়ার পথে অটোরিকশাটি ছিনতাই করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা রাজাকে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করে। পরে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় তারা।
ওসি রকিবুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে, ভোররাত চারটার দিকে ঘটনাটি ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ হত্যার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করছে। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।