ধানের চারা তোলার সময় মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তিনজন।
মেহেরপুর সদর থানার উজুলপুর গ্রামে ধানের চারা তোলার সময় বজ্রপাতে জিয়ারুল ইসলাম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তার সঙ্গে থাকা মফিজুল ইসলাম ও হাবিব আলী গুরুতর আহত হন। তারা তিনজনই একই গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার বেলা বারোটার দিকে এ ঘটনা ঘটে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা।
তিনি জানান, আহত দুজন কৃষক মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর জিয়ারুল ইসলামের মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বজ্রপাতে খাইরুল ইসলাম নামে এক কৃষক মারা গেছেন। এ সময় আহত হয়েছেন তার সঙ্গে থাকা আরেক কৃষক হামিদুল ইসলাম।
মঙ্গলবার বেলা ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলার ভোগাইল বগাদী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত খাইরুল ভোগাইল বগাদী গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা। আহত হামিদুল একই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, বেলা ১২টার দিকে বৃষ্টির মধ্যে ভোগাইলবগাদী গ্রামের উত্তরপাড়ার মাঠে ধান ক্ষেতে কাজ করছিলেন খাইরুল ও হামিদুল। এ সময় হঠাৎ বজ্রপাতে খাইরুল ঘটনাস্থলেই মারা যান। আহত হামিদুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাদিয়া শারমিন জানান, বজ্রপাতে আহত হামিদুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।