মাদারীপুরের শিবচরে ইটবোঝাই ট্রলির চাপায় চার বছরের শিশু নিহত হয়েছে।
উপজেলার মাদবরেরচর ইউনিয়নের লপ্তীকান্দি গ্রামে মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম সানজিদা। উপজেলার চরজানাজাত হাজী কান্দি গ্রামের সরোয়ার হোসেন মাস্টারের মেয়ে সে। বাবা-মায়ের সঙ্গে থাকত লপ্তীকান্দি গ্রামে।
এলাকাবাসীর বরাত দিয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানান, সকালে সানজিদা বাড়ির সামনে রাস্তার পাশে খেলছিল। খেলার এক পর্যায় অসাবধানতাবশত রাস্তার ওপর চলে গেলে ইটবোঝাই ট্রলিটি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যায় সে।
চরজানাজাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রায়হান সরকার বলেন, ‘এলাকাবাসী ট্রলিটিকে জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।’