বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

খুলনা-চুয়াডাঙ্গায় মৃত্যু ২৫

  •    
  • ২৯ জুন, ২০২১ ১১:২৬

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সোমবার রাতে ৩০৭ জনের নমুনা পরীক্ষা করে ৯৯ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। শনাক্তের হার ৩২ দশমিক ২৪ শতাংশ।

খুলনা ও চুয়াডাঙ্গায় করোনা ও ভাইরাসটির উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় ১২ ও চুয়াডাঙ্গায় ১৩ জনের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা

জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গার সিভিল সার্জন এএসএম মারুফ হাসান জানান, চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়ে মৃত ৪ জনের মধ্যে ২ নারী ও ২ জন পুরুষ।

উপসর্গ নিয়ে ৯ জন মারা গেছেন। তাদের মধ্যে নারী ৩ জন ও পুরুষ ৬ জন।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সোমবার রাতে ৩০৭ জনের নমুনা পরীক্ষা করে ৯৯ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। শনাক্তের হার ৩২ দশমিক ২৪ শতাংশ।

শনাক্ত ৯৯ জনের মধ্যে সদর উপজেলার ৩৭, দামুড়হুদার ১৩, আলমডাঙ্গার ১৩ ও জীবননগরের ৩৬ জন রয়েছে।

এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২৬৬ জনে। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ২ হাজার ১৭৩ জন।

বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছে ৯৯২ জন। এর মধ্যে ৬১ জন সদর হাসপাতাল ও ৯৩১ জন নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। এ ছাড়াও অর্ধশতাধিক রোগী চিকিৎসাধীন সদর হাসপাতালের হলুদ জোনে।

খুলনা

খুলনায় করোনায় তিনটি হাসপাতালে এক দিনে আরও ১২ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে খুলনা করোনা হাসপাতালে ৫, গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪ ও জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৩ জনের মৃত্যু হয়েছে।

খুলনা করোনা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে করোনায় ৫ জনের মৃত্যু হয়।

এর মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছে ১ জন। আর শনাক্ত হওয়ার পর মারা গেছেন ৪ জন। তাদের মধ্যে বাগেরহাটের ২ ও খুলনা-যশোরের ১ জন করে।

এ ছাড়া ১৩০ শয্যার করোনার এ হাসপাতালে সকাল ৮টা পর্যন্ত ১৮৩ জন রোগী ভর্তি ছিলেন।

এর মধ্যে রেড জোনে ১০০, ইয়ালো জোনে ৪৩, এইচডিইউতে ২০ ও আইসিইউতে ২০ জন চিকিৎসাধীন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৫৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ জন।

খুলনা ২৫০ জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, এ হাসপাতালে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই খুলনার।

গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ১৫ জন; সুস্থ হয়েছেন ১৩ জন। এ ছাড়া হাসপাতালে মোট ভর্তি রয়েছেন ৬৬ জন। এর মধ্যে পুরুষ ৩০ ও নারী ৩৬।

গাজী মেডিক্যালের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান জানান, এক দিনে এ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে নড়াইলের ২ জন, যশোর ও গোপালগঞ্জ ১ জন করে।

তিনি আরও জানান, হাসপাতালে ৯২ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে আইসিইউতে ৬ জন এবং এইচডিইউতে ৮ জন চিকিৎসাধীন।

গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে ১৭ জন ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন।

খুলনা মেডিক্যালে কলেজের উপাধ্যক্ষ মেহেদী নেওয়াজ জানান, খুলনা মেডিক্যালে পিসিআর ল্যাবে সোমবার রাতে ৫৬৫ নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২২০ জনের করোনা পজিটিভ আসে।

এর মধ্যে খুলনার ৫০১ জনের নমুনা পরীক্ষায় ১৯৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

এ ছাড়া বাগেরহাটের ১২, সাতক্ষীরার ৩, যশোরের ৫ ও পিরোজপুরের ২ জনের দেহে করোনা শনাক্ত হয়।

এ বিভাগের আরো খবর