নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগে নাসির উদ্দিন নামে এক রিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর উপজেলা থেকে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। নাসিরের বাড়ি বরিশালে। তিনি নারায়ণগঞ্জে ভাড়া বাসায় থেকে রিকশা চালাতেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান নিউজবাংলাকে জানান, সোমবার বিকেলে ধর্ষণের ওই ঘটনার পর শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন।
এজহারে বলা হয়, তিনি মানুষের কাছ থেকে সাহায্য তুলে সংসার চালান। তার প্রতিবন্ধী মেয়ের বয়স ১১ বছর। সোমবার বিকেলে নাসির ঘরে তার মেয়েকে একা পেয়ে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে বললে প্রাণনাশের হুমকিও দেয়। পরে তিনি বাড়ি ফিরলে মেয়ে তাকে ধর্ষণের কথা জানায়।