উজিরপুর মডেল থানার ওসি জানান, আগৈলঝাড়ার রত্নপুর এলাকা থেকে ফারুককে গ্রেপ্তার করা হয়। ২০১৭ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় দুই বছরের সাজা হয় তার। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
বরিশালের উজিরপুরে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি ফারুক জমাদ্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকালে তাকে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে নিলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
৫৪ বছর বয়সী ফারুক উজিরপুরের শোলক ইউনিয়নের পশ্চিম শোলক গ্রামের বাসিন্দা।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, রোববার রাত সাড়ে তিনটার দিকে আগৈলঝাড়ার রত্নপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, ২০১৭ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় দুই বছরের সাজা হয় তার। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
ওসি জানান, ফারুককে সকালে সংশ্লিষ্ট আদালতে নেয় পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।