সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দেবরের পুরুষাঙ্গ কেটে নেয়ার অভিযোগ উঠেছে তার ভাবির বিরুদ্ধে।
উপজেলার কয়ড়ার রতনদিয়া দায়ারপাড়া গ্রামে রোববার রাতে এ ঘটনা ঘটে।
দেবরের নাম আকরাম হোসেন। ২০ বছর বয়সী আকরাম বগুড়ার জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
আর যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি আকরাম হোসেনের বড় ভাই নবির হোসেনের স্ত্রী মমতা খাতুন।
আকরাম হোসেনের বাবা আব্দুল কাদের নিউজবাংলাকে বলেন, রোববার রাত সাড়ে ১০টার দিকে মোবাইল ফোনের সমস্যা সমাধানের জন্য ছোট দেবর আকরামকে ঘরে ডাকেন মমতা। এ সময় কাঁচি দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেন মমতা। আকরামের চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উল্লাপাড়া হাসপাতালে নেন। সেখানকার চিকিৎসক তাকে বগুড়ার জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
তিনি জানান, এর আগেও একই কাজ করেছিলেন মমতা। ২৭ মার্চ প্রতিবেশী হায়দার আলীর ছেলে নোমানের পুরুষাঙ্গ কেটেছিলেন তিনি। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, ওই নারী এর আগেও এমন ঘটনা ঘটিয়েছেন বলে শুনেছি। কী কারণে এ ঘটনা ঘটেছে, এখনই তা বলা যাচ্ছে না। তবে এ বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।