নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যবসায়ীক বিরোধে এক ব্যক্তিকে চাপাতি দিয়ে কোপানোর ঘটনায় তরিকুল ইসলাম লিমন নামে এক জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় লোকজন জানান, লিমন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের সহযোগী।রোববার রাত আটটার দিকে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি নিউজবাংলাকে জানান, বিকেলে মাসদাইর এলাকায় এক ব্যক্তির সঙ্গে ব্যবসায়ীক লেনদেনের জেরে তাকে মারধর করেন লিমন। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করেছে।ওসি আরও জানান, ব্যবসায়ীক লেনদেন নিয়ে তাদের পূর্ব শক্রতা ছিল। এ কারণে মারামারি ঘটনা ঘটেছে। অভিযুক্ত লিমনের কাছে ওই ব্যক্তি টাকা পান। টাকা চাইতে গেলে লিমন তাকে মারধর ও চাপাতি দিয়ে আঘাত করেছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।