চট্টগ্রামে আনোয়ারায় বিক্রি নিষিদ্ধ ওষুধ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ছয় ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার সারাদিন উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় ঔষধ প্রশাসন ও উপজেলা প্রশাসনের যৌথভাবে অভিযান চালায়।
ঔষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক হোসাইন মো. ইমরান জানান, আনোয়ারর ওই এলাকায় বিক্রয় নিষিদ্ধ ওষুধ বিক্রি হচ্ছে, এমন অভিযোগে অভিযান চালানো হয়।
ফুড সাপ্লিমেন্ট, অননুমোদিত বিদেশি ওষুধ, অবৈধ যৌন উত্তেজক ওষধ ও ফিজিসিয়ান স্যাম্পল বিক্রি ও মজুদসহ বিভিন্ন অভিযোগে ছয়টি ওষুধ দোকানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এর মধ্যে জিলানী ফার্মেসিকে ২০ হাজার, এ আর ফার্মেসিকে পাঁচ হাজার, কেয়ার মেডিকো ফার্মেসিকে ১০ হাজার, শান্তি ফার্মেসিকে ১৯ হাজার, নুর মেডিক্যালকে ১৫ হাজার এবং এম টি মেডিক্যাল হলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।