রংপুরের মিঠাপুকুরে বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশার চালক ও এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। ওই নারী অটোরিকশার যাত্রী ছিলেন।
উপজেলার মোসলেম বাজারে রোববার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন অটোরিকশাচালক ওবায়দুল ইসলাম ও যাত্রী হাসিনা পারভিন। হাসিনা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ওবায়দুলের বাড়ি নগরীর মডার্ন এলাকায় ও হাসিনার বাড়ি নগরীর বাবু খাঁ এলাকায়।
প্রত্যক্ষদর্শী রেজাউল ইসলাম জানান, সড়কের পাশে দাঁড়িয়ে ছিল অটোরিকশাটি। হঠাৎ পেছন থেকে আসা একটি বালুবাহী ট্রাক্টর অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ওবায়দুল ছিটকে গিয়ে ট্রাক্টরের চাকার নিচে পিষ্ট হন। অটোরিকশা থেকে ছিটকে পড়ে মারা যান হাসিনা।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, অটোরিকশাচালক ওবায়দুল যাত্রী হাসিনা পারভিনকে নিয়ে মিঠাপুকুরের গড়েরমাথা হয়ে রংপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে ট্রাক্টরটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
ওসি জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ দুটি উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পলাতক। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।