বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডাম্পার ট্রাকের ধাক্কায় নিহত ২

  •    
  • ২৭ জুন, ২০২১ ২০:০৮

চকরিয়া থানার এসআই মনজুরুল জানান, দুপুরে চকরিয়ার দিকে আসছিল অটোরিকশাটি। পথে চিরিঙ্গা-বদরখালী সড়কের দরবেশকাটা এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি ডাম্পার ট্রাক অটোরিকশায় ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান নিলু ও আব্দুল কুদ্দুছ।

কক্সবাজারের চকরিয়ায় বালুবাহি ডাম্পার ট্রাকের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশার দুইযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালক ও বাকি তিন যাত্রী।

উপজেলার চিরিঙ্গা-বদরখালী সড়কের দরবেশকাটা এলাকায় রোববার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন চকরিয়া থানার পরিদর্শক (এসআই) মনজুরুল কবির।

নিহতরা হলেন মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের পুটিবিলা গ্রামের প্রয়াত বাবুল চন্দ্র দের স্ত্রী ও পোশাক কারখানা শ্রমিক নিলু দে এবং একই ইউনিয়নের জেমঘাট গ্রামের আবদুল কুদ্দুছ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই মনজুরুল জানান, দুপুরে চকরিয়ার দিকে আসছিল অটোরিকশাটি। পথে চিরিঙ্গা-বদরখালী সড়কের দরবেশকাটা এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি ডাম্পার ট্রাক অটোরিকশায় ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলেই মারা যান নিলু ও আব্দুল কুদ্দুছ। আহত হন অটোরিকশার চালক ও অপর তিন যাত্রী। তাদের পরিচয় জানা যায়নি।

আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে হলে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

নিলুর ছোট ভাই শ্যামল দে বলেন, ‘আমার বোন চট্টগ্রাম শহরে গার্মেন্টসে চাকরি করত। তার স্বামী-সন্তান নেই। লকডাউনের আগেই বাড়িতে আসছিলেন তিনি।’

এসআই মনজুরুল জানান, ডাম্পার ট্রাক ও অটোরিকশাটি জব্দ করে থানায় আনা হয়েছে। তবে ট্রাকের চালক পলাতক। আইনি প্রক্রিয়া শেষে মরদেহদুটি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো খবর