চট্টগ্রামে একটি মদ তৈরির কারখানা থেকে ৭০৬ লিটার দেশীয় মদসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নগরীর খতিবের হাট থেকে রোববার ভোর ৪টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন, উচির দোয়াই মারমা, মাসাং মারমা, আইজিং মারমা, যে মারমা, আছেমা মারমা ও ইইয়ং মারমা।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মো. কবিরুল ইসলাম।
তিনি বলেন, ‘চট্টগ্রামের বিভিন্ন এলাকার মাদকসেবী ও খুচরা মাদক বিক্রেতাদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করি। শনিবার দিবাগত মধ্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত চলা অভিযানে ৭০৬ লিটার দেশীয় মদ জব্দ করি। এ সময় আটক করা হয় ছয়জনকে।
‘তারা মাদক তৈরি করে এক বছর ধরে পলিথিন ও স্যালাইনের ব্যাগে করে নগরের লালখান বাজার, চকবাজারসহ বিভিন্ন স্থানে মাদকসেবীদের কাছে বিক্রি করত। পুলিশের চোখে ফাঁকি দেয়ার জন্য তারা ওই এলাকার মাদ্রাসা ও কবরস্থানকে বেছে নেয়। কবরস্থানের পাশের একটি ভবনে দুটি ফ্ল্যাট ভাড়া নিয়ে তারা মদ তৈরির কারখানা বানিয়েছিল।’
এই ঘটনায় পাঁচলাইশ থানায় একটি মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।