গাজীপুরের কালীগঞ্জে গরু চুরি করে পালানোর সময় হাতেনাতে আটক তিন চোরকে কারাগারে পাঠিয়েছেন বিচারক। গাজীপুর আদালতের মাধ্যমে রোববার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।
যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আসাদ মিয়া ও আলমগীর হোসেন এবং কালীগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া গ্রামের জাকির শেখ।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার মোক্তারপুর ইউনিয়নের মৈশাইর এলাকার একটি মাঠে শনিবার দুপুরে গরু চড়ানো হচ্ছিল। সেখান থেকে একটি বকনা গরু (বাছুর) চুরি করেন অভিযুক্ত তিনজন। বাছুরটিকে সিএনজি অটোরিকশায় করে নিয়ে যাওয়ার সময় মৈশাইর তেতুইতলা এলাকায় তাদের আটক করেন স্থানীয় লোকজন। এ সময় জেরার মুখে চুরির বিষয়টি স্বীকার করেন তারা। উদ্ধার হয় গরুটি, জব্দ হয়েছে চুরিতে ব্যবহার করা সিএনজিচালিত একটি অটোরিকশা।
পরে স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। এ ঘটনায় শনিবার রাতে মামলা হয়।