যশোর সদরের ট্রাক ও মাইক্রোবাস সংঘর্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নেতাসহ চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পরে হতাহতদের মোবাইল ও টাকা খোয়া যাওয়ার অভিযোগ উঠেছে।
যশোর-বেনাপোল মহাসড়কে উপজেলার ধোপখোলা এলাকায় দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা যশোরের সাতমাইলের হাটে গরু কিনতে এসেছিলেন বলে তাদের পূর্ব পরিচিত স্থানীয় আবদুল গাফফার জানান। তিনি আরও জানান, হতাহত পাঁচজনের কাছে পাঁচটি মোবাইল ও ছয় লাখ টাকা ছিল। দুর্ঘটনার পরে সেখানে গিয়ে টাকা বা মোবাইল কিছুই পাওয়া যায়নি।
নিহতরা হলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক আইনবিষয়ক সম্পাদক রাসাম চৌধুরী সাদমান, মো. সৈয়দ, নাঈম ও জনি। আহত হয়েছেন মো. শাহাবুদ্দীন। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত সাদমানের বাবা ইকবাল চৌধুরী চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য। তিনি নিউজবাংলাকে জানান, শনিবার রাতে চট্টগ্রাম থেকে প্রাইভেট কারে করে পাঁচজন যশোরের উদ্দেশ্যে রওনা দেয়। কোরবানির ঈদ সামনে রেখে গরু কেনার জন্যই তারা যশোর গিয়েছিল। তারা ছয় লাখ টাকা নিয়ে যশোরে গিয়েছিল।
দুর্ঘটনাস্থলে উপস্থিত যশোর হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ওয়াহিদ বলেন, ‘আমরা দুর্ঘটনায় নিহত’দের লাশ নিয়ে ব্যস্ত আছি। এমন ঘটনা শুনেছি, আমরা তদন্ত করব।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, ঘটনার তদন্ত করছে যশোর হাইওয়ে পুলিশ। তারা এ ঘটনার বিস্তারিত বলতে পারবে।