সুনামগঞ্জের দোয়ারাবাজার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বীর মুক্তিযোদ্ধা কালাই মিয়া।
উপজেলার পান্ডারগাও ইউনিয়নের উষাইরগাও গ্রামে মেয়ের বাড়িতে রোববার সকালে আত্মহত্যা করেন।
নিহত বীর মুক্তিযোদ্ধা কালাই মিয়ার বাড়ি উপজেলা দোহালিয়া ইউনিয়নে।
দোয়ারাবাজার থানার উপপরিদর্শক (এসআই) সুধাংশু দে দিলু নিউজবাংলাকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে জানতে পারি উনি বেশ কিছুদিন ধরে মানসিক রোগে আক্তান্ত ছিলেন।
‘মেয়ের স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি মেয়ের সঙ্গেই থাকতেন। তবে আজ সকালে রান্নাঘরে ডুকে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।’
বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।