সাভারে বাস ও কাভার্ডভ্যানের আগে যাওয়ার প্রতিযোগিতায় বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের ১০ যাত্রী।
ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম নিউজবাংলাকে জানান, সকালে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে ঢাকার দিকে যাচ্ছিল মৌমিতা পরিবহনের একটি লোকাল বাস ও কাভার্ডভ্যান। এ সময় কাভার্ডভ্যানটি বাসকে ওভারটেকের জন্য প্রতিযোগিতা শুরু করে।
পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় পৌঁছলে বাসটি কাভার্ডভ্যানটিকে ওভারটেক করার চেষ্টা করে।
এ সময় মহাসড়ক সংস্কারকাজের জন্য খোঁড়া গর্তে আটকে বাসটি ছিটকে পড়ে উল্টে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে একজন নিহত হন। আহত হন বাসের ১০ যাত্রী।
এসআই আরও জানান, ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি বাসের হেলপার। কিন্তু তার পরিচয় এখনো জানা যায়নি। নিহতের পরিবারের সন্ধান করা হচ্ছে। আহতদের নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ডভ্যানটিকে জব্দ করা গেলেও উভয় যানের চালক পালিয়ে গেছেন বলেও জানান এসআই।