চুয়াডাঙ্গা পৌর এলাকায় ছিনতাইচেষ্টার সময় ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। তবে পুলিশের ধারণা পূর্ব বিরোধের জেরে তার ওপর হামলা হয়েছে।
পৌর এলাকার হাজরাহাটি পটলার মোড়ে শনিবার রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।
ওই ব্যবসায়ীর নাম আব্দুস সালাম। তার বাড়ি হাজরাহাটি গ্রামের কাহারপাড়ায়। তিনি মশার কয়েল ও বিড়ির স্থানীয় ডিলার।
আব্দুস সালাম নিউজবাংলাকে বলেন, ‘প্রতিদিনের মতো মার্কেটে কাজ শেষে আমি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলাম। আমার কাছে প্রায় ১২ থেকে ১৪ হাজার টাকা ছিল। হাজরাহাটির পটলার মোড়ে পৌঁছালে দুইটি মোটরসাইকেলে করে তিনজন এসে আমাকে আটকায়। প্রায় বিশ মিনিট ধস্তাধস্তির পর আমাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে তারা। টাকা নিতে না পারলেও আমার মোবাইল ফোন নিয়ে যায় তারা।’
তিনি জানান, হামলাকারীদের চিনেন না। স্থানীয়রা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সদর থানা পুলিশ। এসময় সেখান থেকে কালো টেপ দিয়ে মোড়ানো একটি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, এটা ছিনতাইয়ের কোনো ঘটনা না। পূর্বশত্রুতার জেরে এ হামলা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এরইমধ্যে বেশ কিছু তথ্য তাদের হাতে এসেছে। বিষয়টি শিগগিরি জানা যাবে।