নীলফামারীর সৈয়দপুরে বজ্রপাতে তৌফিকুল হাসান নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সুজাত আলী নামে এক শিশু গুরুতর আহত হয়েছে।
উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইগঞ্জ বাঁশতলীপাড়া এলাকায় শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
১২ বছর বয়সী তৌফিকুল উপজেলার ডাক বিভাগের কর্মচারী আব্দুস সোবহানের ছেলে এবং সিপাইগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। সাত বছরের সুজাত সবজি ব্যবসায়ী মোকছেদ আলীর ছেলে। তারা প্রতিবেশী।
কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুন নবী সরকার জানান, বেলা ২টার দিকে তৌফিক ও সুজাত বাড়ির পাশের জমিতে জমে থাকা পানিতে মাছ ধরছিল। এমন সময় বজ্রপাতসহ বৃষ্টি হলে ঘটনাস্থলেই বজ্রাঘাতে তৌফিক মারা যায়। সুজাতকে সৈয়দপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, আহত সুজাতকে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
অভিযোগ না থাকায় তৌফিকের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।