ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় একটি পুকুরে ডুবে সামিউল নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের মহিউদ্দিননগর গ্রামে শনিবার বেলা আড়াইটার দিকে ওই শিশুর মরদেহ উদ্ধার করেন স্বজনরা।
শিশু সামিউল ওই এলাকার প্রবাসী আলমগীর মিয়ার ছেলে।
পরিবারের বরাত দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, দুপুরে সামিউল বাড়ির উঠানে খেলছিল। এ সময় তার মা হালিমা বেগম রান্না করছিলেন। হঠাৎ তিনি খেয়াল করেন সামিউল উঠানে নেই। আশপাশে খোঁজাখুঁজির পর বেলা আড়াইটার দিকে বাড়ির পাশের একটি পুকুরে সামিউলের দেহ ভাসতে দেখেন তার পরিবারের লোকজন। পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক আরিফুল ইসলাম সামিউলকে মৃত ঘোষণা করেন।
ওসি এমরানুল জানান, পরিবারের অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।